অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
ঈশ্বরী তোমার
সাগ্নিক সান্যাল
===========================================================================
জাগতিক সৌন্দর্যকে মোহাবিষ্ট করে রেখে
এখন ভরে উঠুক জ্যোৎস্নাতে।
অনেক দূর পথ পাড়ি দিয়ে আসা চাঁদ মুহুর্মুহু মুর্ছা যেতে চাই ক্রমাগত।
জ্ঞান ফেরাতে আজ এক প্রশান্ত মহাসাগরের জলেও কমতি হবে ভেবে দেখো কি ?
বিধ্বংসী সৌন্দর্য তোমার হে মানবী।।
" স্বপ্নবত তথা রজ্জু সর্পবত"
অধীশ্বর, চূর্ণিত স্বর্গে ক্ষণকাল রাখো মোরে
মর্তের অলকা, চেয়ে দেখো আনন্দের বিচ্ছুরিত শিখা।
উৎস হতে বিচ্যুত কৃষ্ণ বাজাও বাঁশি, সুরের সোহাগে
মানবী তোমার আকম্পিত আলোর সম্মোহ ;
পরিপ্লুত সুরের তূর্য, মুখরিত, সংহত আবেগে
পরিশ্রুত কর অবিন্যস্ত বিপুল বিদ্রোহ।।
ঈশ্বরিত পবিত্র মহান,প্রাঙ্গণ ভ’রে পঙ্কিলতা পুষ্পের ঋতু সর্বদেহে রয়েছে নিশান।
হে মানবী এ কোন কুহক কোথাও দেবতা নেই,
প্রলয়ের রক্ত
আশাবরী দেবতা নেই, বিশ্বাসের অথবা শ্রদ্ধার।
প্রতি স্পর্শে সর্ব অঙ্গে জাগায় পিপাসা
করো উদ্ধার।
স্পন্দনে ঈশ্বরের জন্ম দাও ভবিষ্যৎ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন