অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নারী

 


বিদিশা চক্রবর্তী
==================================================================================


নারী পুজোই নারী অঙ্গ মেতে উঠুক রুপ রঙ্গে।
সনাতনী রূপে নারী মাতুক স্বাধীনতার সঙ্গে।
অঙ্গে নারী বঙ্গে নারী বিশ্ব রূপিনী ভার্যাসি,
ধাত্রী রূপে মাতৃরূপীনি হাস্য রুপিনী লাস্যময়ী।
নারী রূপেই মাতৃস্বাদ নারী রূপেই কাম জাগে,
নারীর চালায় বিশ্ব সংসার সংসার,
ভুবনসাজে নারীর ত্যাগে।
আত্মরূপ সৃষ্টিকারী ধারণকারী দশ হস্তে..
বিশ্ব বিনাশ বন্ধ করে নারী নিজ খড়গহস্তে।
মোহিনী এই রূপের দ্বারাই ধ্যানে সারা বিশ্ব মগ্ন,
 বিনাশ শেষে দুর্গা রূপে নারীই আনে শুভ লগ্ন।
 নারীর ছোঁয়ায় ভুবন দোলে ভুবন সাজে নারীর গুনে।
বাঁধের ভাঙন জল উপচাই নারীই পাড়ে লাগাম টানে।
আমরা নারী দুর্গা রুপিনি আমরা নারী কালী।
লক্ষ্মী রূপে সব ঘরেতে আমরা নারীই আলো জ্বলি।

২টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন