নিপেশ বর
=============================================================================
এখন কাশফুলেরা জানেনা ফোটার সময় হয়নি তাদের।
উপোসী প্রকৃতি ধর্ষিত হয
পশ্চিমের উদোম মাঠে
বুক-ভার বৃষ্টি ডেকেছিল
গতকাল রাতভর -----
এখন কাশফুলেরা জানেনা
ভালোবাসার শিকড় বড় গভীরে
আধুনিক সার্জারি ব্যর্থ হয় এখানে ,
বড় অভিমানে টোটকা চিকিৎসা
ধর্তব্য মনে হয় নিদেন বিশ্বাসে ----
এখন কাশফুলেরা জানেনা
জীবনের বহু ছিদ্র বন্ধ হয়ে গেছে
বাতাসের ফেনায
যেমন বনানী জানেনা
কবিতা ফসিল হয়েছে মনের গভীরে ।।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন