অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

গৃহবন্দিনী

অমিত চক্রবর্তী
=================================================================================


সন্ধ্যার পথে পথে তখন রাজাদের ঘরে ফেরার পালা।

ঘরমুখো স্রোত ফের উদাস, ধূসর

কুয়াশার রুক্ষ ছায়া বিজয়ে, নেশায়, অভিসারে।



ক্লান্তির ধ্বনিগুলি স্পর্শ করে না তোমায় ---



অবসন্ন ফেরার পালায়

তুমি তো দেখি

পূর্ণ হয়ে ধরা দাও শেষে।

কোনো অভিশাপ আর ছোঁয় না তোমায়,

অসময় ধাক্কা খেয়ে হেরে ফিরে আসে।

সংসারে বলো, সংশ্রবে আতিথ্যে বলো

তুমি তো উল্লাসস্নিগ্ধ, অগাধ কলসী।



কি অনুরাগে পাও এই দীপক লহর?

কি স্নেহে জ্বালো রহস্য অধীর?

কি রোমাঞ্চে হারিয়ে যাও

আরো দূরে আশ্চর্য গভীরে?



হয়ত এটাই বেদনা জমাট;

হয়ত তৃপ্তির মুখোসে

এটা হোলো চূড়ান্ত ব্যঙ্গ, মগ্ন অপমান

রাজাদের নড়বড়ে সংসারে;



তছরূপী চৌহদ্দি থেকে হয়ত আসলে তুমি

পর্বতের কল্পনায় অনিবার্য নির্মম।

২টি মন্তব্য: