অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নারী কি শুধুই আকর্ষণ

পরাগ ভট্টাচার্য্য
=========================================================================================


নারী ভোগ্যা, বাজারের পন্য যেমন,

এর বেশি কিছু নয়,

নারীর শরীরটাই সব, ইচ্ছে হলেই পেতে পারি ,

না পেলে, কেড়ে নেব

অর্থ আর ক্ষমতার জোরে, কিনে নেব!

এমন মানুষের জীবনে ,সূর্য হয়তো ডোবে না

কিংবা উঠার দরকার হয় না,

অন্ধকার মনে ,আলো কি জ্বালানো যায়?

যেখানে সবসময় আগুন জ্বলে, উড়ে ছাই ,

ইন্ধন যোগায় অন্ধ স্নেহ, প্রশ্রয়, মোসায়েবি,

এমন মানুষেরা আছে, থাকবে,

মেঘলা আকাশ আর শরতের মেঘ পাশাপাশি।

যেমন নীল আকাশ ঢাকতে পারেনি, কালো মেঘ,

বসন্তে প্রকৃতি ,আগুনে সাজাতে ভোলে নি,

শরতে শান্ত কাশবন, মন-পাগল বাতাসে মাতায়, শিউলি ফুল, শিশিরের আঘাতে মরে গেলেও

আবার ফুটতে দ্বিধা করেনা ,পরের দিন;

নারীও তেমনি, অজেয় পৃথিবীর বুকে ,

শত অবজ্ঞা, অনাচার পেয়েও, ধ্রুবতারা,

যেমন সুন্দর প্রেমের বন্ধনে, তেমনি সৃষ্টি স্বরূপীনি;

কেন লোক দেখানো মায়ের বন্দনা করা,

নারী শক্তির পূজো, এসব যেন প্রতারনা

যেখানে নারী অবহেলিত, শোষন অব্যাহত,

পুরুষতান্ত্রিক সমাজের নখের আঘাতে, জর্জরিত,

মায়ের হাতের অস্ত্র , শুধু দেখার জন্য নয়

দরকার শিক্ষায়,অর্থে আর সকল শক্তিতে স্বাবলম্বীতার,

সময় হয়েছে তৃতীয় নেত্র জেগে উঠে, সাহস নিয়ে তাকাবার,

নারীরা এক হওয়ার, একটা সুষম সমাজের লক্ষ্যে,

মানুষ নির্বিশেষে হাতে হাত মিলে, সাথে চলার অঙ্গিকার,

তবেই হতে পারে একটা সমাজ ,যেখানে নারী অবাঞ্ছিত নয়,

আকর্ষণ ছাড়াও অনেক, অনেক নিরিখে যোগ্য এক সাথী।

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন