ঋত
========================================================================================
সাজানো বাগানটা তছনছ আজ
ব্যস্ত দিনের আদরে গড়েছিলাম সাধের বসতবাটী-
ফুলগুলো সব পাতা ছিঁড়ে এদিক ওদিক অবিন্যস্ত।
ওরা এসেছিল কাল রাতে,
নির্মম হাতে দুমড়ে মুচড়ে
টুকরো টুকরো করেছে হাঁড়পাঁজর।
ভীষন ক্ষিদা ওদের
যে গর্ভের অন্ধকারে জন্মেছে
যে স্তনের দুধে সিক্ত ওদের রক্ত,
সেই পোশাকের নিলাম ডেকেছে রাজপথে।
দ্রৌপদীর বস্ত্রহরণের সাক্ষী যে নির্লজ্জ রাজপুরুষ দল
আজ তার বংশধরেরা ছড়াচ্ছে নৃশংসতা।
হে কৃষ্ণ আজ তুমি কোথায়?
ওরা শেখেনি মায়ের সম্মান
ওরা রাখেনা স্ত্রীর মর্যাদা
কেবল অন্ধ কামের মোহ ওদের পৌরুষতায়।
ধিক্কার মানবজাতি!
যার ঔরসে জন্মায় মানবকুল
তার চোখে নামে জলের ধারা।
মৃত্যুর পরেও নিস্তব্ধ বিচারের বাণী
আমরা শুধুই পথমিছিলে বুক ভরি ,
পৃথিবীর কোনায় কোনায় গুমড়ে মরে
শতশত জন্মদাত্রী নারী।
অসাধারণ
উত্তরমুছুন