অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
বিদ্ধ
টিপ্ লু বসু
========================================================================================
স্তনহীন নারীশরীরের মতো দিন
অজানা টানেলের ভিতর দিয়ে চলে যায়
টানেলের শেষে দুধসাগর নামে
একটি ঝরনার ঝ'রে পড়ার কথা
কথামতো কিইবা থাকে
একটি কথার বদলে অন্য কথা ছাড়া !
সেখানে ছড়িয়ে থাকা শব্দের মতো
পড়ে আছে অতল খাদের হাতছানি,
সব ডাকেই সাড়া দেওয়া যায় নাকি ;
সব শব্দের রহস্য উন্মোচন করা যায় না
কিছু বিবেচনা, অন্যতর বোধ জেগে ওঠে!
একদিন ধবল নদীর তীরে বসে কিছু চেতনা
ছিপ্ দিয়ে বঁড়শিতে গাঁথা হয়েছিল
ব্যবহৃত বঁড়শিগুলি গেঁথে রাখা হ'লো
পৃথিবীর নারীদের নরম মাংসের গায়ে ;
সেই থেকে বিদ্ধ মাছেদের মতো
তাদের দিন কাটে
কাটা দিনের ভিতর রক্তপাত যন্ত্রণা ছিন্নভিন্ন হওয়া
এভাবেই দিনগুলি চলে যায়
এভাবেই দিনগুলি চলে
এভাবেই দিনগুলি
এভাবেই.......
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন