অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বাজির খেল নারী


 

স্বপন গায়েন

====================================================

 

মন পাখি হাওয়ায় ওড়ে
    জানালা করোনা বন্ধ
       ধূসর মেঘ হাতছানি দেয়
            চোখ থেকেও অন্ধ।

 

ভিজে মাটির গন্ধ ভুলে
     মনের ঠিকানা খোঁজা
         চার প্রহরেও হয়না প্রভাত
             চোখ দু'খানা বোজা।

 

নিশিডাক শুনে থমকে যেওনা
     নারী বাজির খেলা
          রক্ত চুষে খাচ্ছে ভ্রমর
              সকাল সাঁঝের বেলা।

 

মুগ্ধ আকাশ ভোরের পাখি
     কাটেনি রাতের ঘোর
        চেতনার রঙ চির অম্লান
           হৃদয়ে দিওনা দোর

 

কলরব করে জুঁই চামেলি
     শিমুল পলাশ হাসে
       রঙ লেগেছে চোখের তারায়
          হৃদয়ের তরী ভাসে।।

1 টি মন্তব্য:

  1. আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।

    উত্তরমুছুন