ভাস্কর পাল
=============================================================
পরম্পরা
এই সিঁদুরে তার প্রমাতামহীর শরীরের দাগ আছে
এই শাঁখায় তার মাতামহীর শরীরের দাগ আছে
এই পলায় তার মায়ের শরীরের দাগ আছে
এই দড়িতে তার শরীরের দাগ আছে
এই আগুন কি তার মেয়ের শরীরেরও উল্কি আঁকবে ?
বাহ্... অসাধারণ তোমার সৃষ্টি
উত্তরমুছুনআঃ কি দুর্দান্ত সমাপ্তি।
উত্তরমুছুন