অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ভালোবাসি তাই

শংকরলাল সাহা
===========================================================================
ভাবলাম
তোমাকে নিয়ে একটা উপন্যাস লিখবো।
তোমার অনুপম অঙ্গসুষমা ফুটিয়ে তুলবো
তুলিতে কলমে,
তোমার দেহবল্লরীতে ছোঁয়াবো
মায়াবি চলন!
তোমার হরিণি নয়ন,
প্রতিপদের চাঁদের মতন বাঁকা ভুরু,
টোলপড়া গালে
ছোট্ট কালো তিল---
সবকিছুরই বর্ণনা দেবো একে একে।
তোমার কপালে থাকবে মেরুন টিপ,
তোমার ওষ্ঠে
হালকা গোলাপি লিপস্টিক!
তোমায় পড়িয়ে দেব ময়ূরকণ্ঠী শাড়ি!

এবার সাজাবো তোমায় স্বর্ণালংকারে,
যাই,দীনু স্যাকরার কাছে---
তোমায় ঠিক ঠিক মানাবে
এমন কিছু গহণার ডিজাইনের খোজে।
তার কাছে শুনলাম
খাদ না মেশালে
খাঁটি সোনায় ভালো অলংকার হয় না!

মত বদল হলো আমার---
তোমাকে নিয়ে কোন উপন্যাস লিখবো না।

1 টি মন্তব্য: