পায়েল সেন
==================================================================================
লক্ষ যোজন পথ হেঁটে চলেছি দিকশূন্যপুরে,
না জানি আরো কতটা অতিক্রান্ত করতে হবে!
কে আমি? কি আমার পরিচয়?
ইস্তকজনম শুধু এই প্রশ্ন তাড়া করে বেড়ায় আমায়।
আমি যে নারী, কখনো মেয়ে কখনো দিদি,
কখনো স্ত্রী আবার কখনো বা আমি মা।
শৈশব থেকে বার্ধক্য একাকী পালন করে চলি জীবনের ধর্ম,
মনোবল ও আত্মবিশ্বাস পাথেয় করে এগিয়ে চলা।
কুয়াশাচ্ছন্ন অন্ধকারে ঘেরা দুর্গম পথ;
থেমে যাওয়া মানা জগৎ সংসারে, চরৈবেতি,
জীবন সায়াহ্নে এসে দেখি নিঃসঙ্গ অপাংতেয়।
সুখ-দুঃখের আদুলির বিনিময়ে প্রাপ্তি-অপ্রাপ্তির দর কষাকষি,
নিঃস্বার্থ ভালোবাসা বিলিয়ে বেড়াই একমুঠো পাওয়ার আশায়।
কালের চক্রে একমাত্র চরম সত্য মৃত্যু,
সেই সত্যকে উপেক্ষা করার সাধ্যি নেই কারোর,
তবুও হেঁটে চলা ক্লান্তিহীন এই পথ আমৃত্যু।
আপনার প্রাঞ্জল লেখনী আমাদের সমৃদ্ধ করেছে। অন্যমনে সাহিত্য আপনাকে শারদ শুভেচ্ছা জানায়।
উত্তরমুছুন