অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় শুভ্রব্রত রায়

 

অন্যমনে গুচ্ছকবিতায় শুভ্রব্রত রায়
=========================

প্রত্যক্ষ

স্বয়ং যত কিছুর করবে প্রত্যক্ষ,
তত বাস্তব সম্পর্কে হবে দক্ষ।
স্বয়ং প্রত্যক্ষ না করে করো না কিছুর বিশ্বাস,
হতে পারে কিছুজন দিচ্ছে মিথ্যে আশ্বাস।


প্রকৃতি প্রত্যক্ষ শুধু চক্ষুর মাধ্যমে হয় না,
প্রত্যক্ষ পঞ্চ ইন্দ্রিয় ও মন ছাড়া হয় না।
শিখতে হলে প্রকৃতি দর্শন করে শেখো,
প্রত্যক্ষই সকলকে সঠিক দিশা দেবে দেখো।


স্বয়ং প্রত্যক্ষই মানুষকে বাস্তববাদী করে তোলে,
কোন কিছু প্রত্যক্ষ না করে পরো না কারোর ছলে।
প্রকৃতির নিকটে রয়ে ভালো কিছু গ্রহণ করো,
অন্তর থেকে মন্দগুলিকে বর্জন করো।





বিদায়

একদিন আমিও নেব এই জগৎ থেকে বিদায়,
সেই দিন ঈশ্বরের কাছে চাইব জানতে মানুষ কেন জন্মায়?
এই পৃথিবীতে সবকিছুই ক্ষনস্থায়ী,
শুধু একমাত্র সময় দীর্ঘস্থায়ী।


এই জগৎ থেকে বিদায় নিয়ে আর চাই না জন্মাতে,
কারণ, আর পারব না এই যুগের অন্যায় মানতে।
আমি জগৎ থেকে বিদায় নিয়ে পেতে চাই মুক্তি,
কেননা প্রত্যক্ষ করা যায় না আর সেই বৃহৎ মূল্যবান শুক্তি।


সবকিছুই একদিন না একদিন নেবে এই জগৎ থেকে বিদায়,
এটাই লেখা আছে বিধাতার খাতায়।
আমি এই জগৎ থেকে মোক্ষ লাভ অর্জন করতে চাই,
আমিও জগৎ থেকে একদিন চিরবিদায় পেতে চাই।



নি:সঙ্গ

ভাই বোনের টান রাখি বন্ধনের মান,
থাকে একে অপরের ভালোবাসার প্রাণ।
যাদের আছে ছোট্ট ভাই বা বোন,
তারা হয় একে অপরের খুব আপন।


যাদের নেই কোন নিজের ভাই-বোন,
তাদের কেউ করতে পারে না নিজের বলে আপন।
অনেকে হয় পিতা মাতার এক মাত্র সন্তান,
তাদের থাকে না কোন ভাই বা বোন।


নি:সঙ্গ পথ আমার তাই একাই হেঁটে যাই,
পাশে ভাই বা বোন কেহ নাই।
আমার কবিতা আমিই লিখি,
বাস্তব জীবনে থেকে আমি শুধু শিখি।


আমি ভেবে চলি একা ক্লান্ত হৃদয় নিয়ে,
পাইনি নিজের ভাই বা বোন ভাগ্য চেয়ে।
বুঝেছি কিছু জিনিসকে ভালোবেসে যায় না পাওয়া,
অনেক ক্ষেত্রে হয়ে যায় সেটা অবুঝ চাওয়া।

২টি মন্তব্য: