অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় তমালী বন্দ্যোপাধ্যায়


 

অন্যমনে গুচ্ছকবিতায় তমালী বন্দ্যোপাধ্যায়
===============================


ছকের জীবনে

যাবার সময় হ'লে

কে আর থেকেছে বলো ক'বে?

জীবনের সব বেচাকেনা,

পাতাঝরা শীতে,বসন্ত গীতে,

পৃথিবীর সব লেনাদেনা,

কে আর পেরেছে বলো হিসেব মেলাতে?

দিন অবসানে ম্রিয়মান আলো-নিভুনিভু আঁচে,

কে আর মনে রেখেছে বলো কাকে?

প্রেমে অপ্রেমে, ছকের জীবনে,

কে আর চিনেছে বলো কা'কে?

কে আর খুঁজেছে বলো লুকোনো সে মন?!


ক্যানভাসে সব রঙ হয়নি মেলানো,

হয়নি যে আঁকা জীবনের সব স্বরলিপি দিয়ে

রাঙা স্বপ্ন মিশিয়ে।

মন জোনাকির ঝিকমিক আলো,

জোছনার চরে আদর মাখানো।

ধূমকেতু আর আলেয়ার আলো,

ভুল হওয়া পথে রাস্তা চেনালো।

পৃথিবীর বুকে শুধু কিছু ভালোবাসা

মনকে রাঙালো সোনালী আলোকে।।





জীবন সাজাই

রোজ সকালে জীবন শুরু,

শেষ হয়ে যায় কালো রাতে।

জীবন দেখি,জীবন খুঁজি,

জীবন সাজাই রোজ প্রভাতে।



জীবন ছোটে স্বপ্ন নিয়ে,

চেনা দিনের চড়াই পথে।

সারাদিনের ক্লান্তি জমে,

কষ্ট জমে মনের ক্ষতে।


স্বপ্ন বাঁচে,স্বপ্ন মরে,

অন্তহীন এক সফর শেষে।

রঙে,রসে ভরে জীবন,

আপন করে ভালোবেসে।


ভালো মন্দ যাই'বা আসে,

দ্বন্দ্ব শুধুই নিজের সাথে।

কান্নাহাসির কাটিয়ে বেলা,

যাই ফিরে যাই শূন্যহাতে।।





জীবনখেলা


সকল হৃদয় শূন্য করে,

সব যা আছে হেলায় ফেলে,

মান অভিমান তুচ্ছ ধরে,

মায়ার বাঁধন অবহেলে,

তাঁরই ডাকে এগিয়ে চলা,

এই কি বলো জীবন খেলা???





২টি মন্তব্য: